বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা জেলা লাকসাম উপজেলা সমাবেশ অনুষ্ঠিত,৭ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দুপুরে লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা জেলা লাকসাম উপজেলা সমাবেশ -২০২২ অনুষ্ঠিত হয়।এতে প্রাধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ ইউনুস ভূঁইয়া।প্রধান আলোচক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহব্বত আলী,সহকারী কমিশনার (ভূমি)ফারহানুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা লাকসাম থানা মোহাম্মদ মেজবাহ উদ্দিন ভূইয়া,আনসার ও ভিডিপি সার্কেল অ্যাডজুট্যান্ট মনিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও স্বাগত বক্তব্য দেন আনসার ও ভিডিপি লাকসাম উপজেলা কর্মকর্তা অজিত কুমার দাস।