বরগুনার পাথরঘাটায় আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি এড়াতে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
গত ৩১অক্টোবার-২০২২ইং রোজ বুধবারে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন প্রজাতীর ফলজ-বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপন করেন।
উক্ত কর্মসূচিতে,উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) দিলিপ কুমার মহেস,উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মোঃরেজাউল করিম রাজাসহ আনসার ও ভিডিপি দলনেতা ও দলনেত্রী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পাথরঘাটা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে সকাল ১০টায় এ বৃক্ষরোপন কর্মর্সূচী পরিচালিত হয়।ফলজ-বনজ ও ভেষজ মোট ১০টি বৃক্ষ রোপন সম্পূর্ণ করেন।