বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে গত ২২ মে থেকে ২৮ মে সোমবার ভূমি সপ্তাহ পালিত হয়েছে।গত সোমবার ভূমি সপ্তাহের সমাপনী দিনে সহকারী কমিশনার ভূমি এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম।এসময়ে ভূক্তভোগীরা ১৪৩ ধারায় নামজারি কেস,১৫০ ধারা কেস,খতিয়ান প্রস্তূত পূর্বক তা বিতরণ,খাজনা-দাখিল পরিশোধ সহ বিভিন্ন ধরনের ভূমি সেবা অন্যান্য সময়ের চেয়ে বেশি দায়িত্ব নিয়ে সেবা প্রদান করেছেন এবং ভূক্তভোগীরা কোন প্রকার সমস্যা ছাড়াই সহজে তাদের কাজকর্ম করতে পেরেছে বলে অনেকেই দাবি করেছেন।এসময়ে ভূমি অফিসের সকল কর্মচারীবৃন্দ ও ভূক্তভোগীরা উপস্থিত ছিলেন।