বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের সাচিবুনিয়া এলাকার ভূমিদস্যু খ্যাত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ওমর ফারুক হাওলাদার নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।জানা গেছে মোঃ ওমর ফারুক হাওলাদার দীর্ঘদিন ধরে জলমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতারনা ও জালিয়াতির মাধ্যমে জমিতে কৃত্রিম সমস্যা সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল।গত ২১ নভেম্বর খুলনা’র বটিয়াঘাটা আমলী আদালতে মোঃ তৌহিদুর রহমান বাদী হয়ে ৪২০/৪০৬ ও ৫০৬ ধারায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেন।উক্ত মামলায় তাকে গ্রেফতার করে বটিয়াঘাটা থানা পুলিশ । এব্যাপারে ভুক্তভোগী মোঃ আমিনুল ইসলাম গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে মোঃ ওমর ফারুক হাওলাদারের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।অন্যদিকে বাংলাদেশ ছাত্রলীগ খুলনা জেলা শাখার এক জরুরি বৈঠকে মোঃ ওমর ফারুক হাওলাদার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রেক্ষিতে এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।উক্ত কমিটি আগামী ১১ মের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন।
এব্যাপারে জলমা ইউনিয়নের রাঙ্গেমারী গ্ৰামের তরুণ মন্ডল এপ্রতিবেদকে বলেন,ভূমিদস্যু খ্যাত মোঃ ওমর ফারুক হাওলাদার জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে আমাকে ও আমার পরিবারের জানমালের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে।