রিপোর্টারঃ ইইন্দ্রজিৎ টিকাদার,বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি–বটিয়াঘাটা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বুধবার বেলা ১১ টায় যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর মোল্লা’র সভাপতিত্বে স্থানীয় কল্যাণশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত।প্রধান শিক্ষক হর প্রসাদ বাইন’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ পলাশ কুমার দাশ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,বিদ্যালয় সভাপতি মুশফিকুর রহমান সাগর,সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন।উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক যথাক্রমে শ্যামা রাণী বিশ্বাস,লাবন্য রায়, তনিমা রাণী ফৌজদার,এস এম রেজোয়ান হোসেন,মোঃ রাকিব আহসান সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।দেশে মোট ২৫০ টি বিদ্যালয়ের মধ্যে বটিয়াঘাটার কল্যাণশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মিল্ক ফিডিং প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।স্কুলে মোট ২০৩ জন ছাত্র-ছাত্রী প্রতিদিন ২০০ গ্ৰাম করে দুধ খেতে পারবে।উক্ত প্রকল্পটি বটিয়াঘাটায় পরিচালনা করছেন আকিজ গ্রুপের ফোর্ম ফ্রেশ কোম্পানি।