ইন্দ্রজিৎ টিকাদার,বটিয়াঘাটা উপজেলা-খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের সাচিবুনিয়া রেললাইন সংলগ্ন এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারি ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।ঘটনাকে কেন্দ্র করে গত ২ আগস্ট-২০২৩ইং রোজ বুধবার প্রিটর গোলদার বটিয়াঘাটা থানায় মামলা করেন।যার মামলা নং- ০২ তাং ০২/০৮/২০২৩ ইং ভুক্তভোগী ও মামলার সুত্রে জানা যায়,জমিজমা সংক্রান্তের জের ধরে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী প্রিটর গোলদার এর বাড়িতে ঢুকে প্রকাশ্যে হামলা করে ধংস নীলা চালায়।ঘরের ভিতরে থাকা সকল মালামাল সহ আসবাবপত্রের ব্যাপক ক্ষতিসাধন করে।গোলদার বলেন,আমার পিতা মৃতঃ হরবিলাশ গোলদার নিম্ন তফশীল বর্নিত সম্পত্তি এস এ রেকর্ডীয় মালিক থাকা অবস্থায় উক্ত সম্পত্তি ভুল করে অর্পিত সম্পত্তির তালিকা ভুক্ত হয়।পরবর্তীতে অর্পিত সম্পত্তি অবমুক্ত করার জন্য বিজ্ঞ আদালতে মামলাও করা হয়। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ডিপি লীজ কেস নং-১৬/৮০-৮১,বাংলা ১৪০১ হইতে ১৪৩০ সাল পর্যন্ত বটিয়াঘাটা ভূমি অফিস থেকে ডিসি আর সূত্রে প্রাপ্ত হয়ে বর্তমানে ভোগ দখলেও আছি।হামলা কারিরা আমার উক্ত জমি অবৈধ ভাবে দখল নেওয়ার জন্য পায়তারা সহ আমাকে বিভিন্ন সময় ভয়ভীতি সহ জীবন নাশের হুমকি দিয়ে আসছিল।তারই ধারাবাহিকতায় ঘটনার দিন প্রকাশ্য দিবালকে ফিল্ম স্টাইলে সন্ত্রাসীরা আমার বাড়িতে অনধিকার ভাবে অনুপ্রবেশ করে দেশীয় অস্ত্র রাম দা,লোহার রড,লোহার কুড়াল,লোহার হাতুড়ী,বাঁশের লাঠী ও অন্যান্য দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমার জমিতে প্রবেশ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে আমাকে কাজ করতে নিষেধ করে।আমি তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা আমাকে মারপিট করে গুরুত্বর জখম এবং বাড়িঘর ভাংচুর করে।এঘটনায় প্রিটর গোলদার বাদি হয়ে আসামি কৃষ্ণ দাস গোলদার(৫৫),এনামুল হক(৪৮),সাদ্দাম (২৮),মোঃ ইদ্রিস(৩৫),ইমতিয়াজ শেখ রনি(৩২),গৌতম গোলদার(৩২)সহ অজ্ঞাত নামা ২৪/২৫ জনকে আসামি করে বটিয়াঘাটা থানায় মামলা করেন।মামলা নং-০২ তারিখ ০২/০৮/২৩
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি)শওকত কবীর বলেন,উক্ত ঘটনায় মামলা হয়েছে।একজনকে আটক করা হয়েছে।বাকিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।