সারিয়াকান্দি উপজেলায় কর্ণিবাড়ী ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় কর্ণিবাড়ী ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে।সোমবার ১৫ আগষ্ট সকালে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন জানান।
বিকালে শোক র্যালি বের করা হয়।এই র্যালি গ্রামের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।র্যালি শেষে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শোক সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তুহিন মন্ডল।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আনছার আলী মাষ্টার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ,যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন,যুবলীগনেতা হেলাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদসহ আরও অনেকে।
মোঃ ফরহাদ হোসেন,
বগুড়া প্রতিনিধি,
০১৭৫৫৪২৭৭৯২