বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বাদ যোহর পূর্ব পালশা নতুন পাড়ায় তালিমুন কোরআন সিরাজ উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বগুড়া জেলা ছাত্রদলের
উদ্যোগে দোয়া মাহফিল শেষে এতিম শিক্ষার্থীদের বস্ত্র বিতরণ করা হয়।দোয়া ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা,সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার, জেলা বিএনপির সদস্য শেখ তাহা উদ্দিন নাহিন,সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল,জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর ইসলাম,সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান অত্র মাদ্রাসার সভাপতি ডাঃ আঃ রাজ্জাকসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
এস আই সুমন
স্টাফ রিপোর্টার,বগুড়া।
তারিখঃ ২২/১১/২০২২ ইং