বগুড়া জেলার সারিয়াকান্দিতে ৩জন জুয়াড়ীসহ ১জন চোরকে আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ,১৪জানুয়ারী-২০২৩ইং রোজ শনিবার রাতে সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে আমতলী শুকদহ মেলার উত্তর পাশে জুয়ার বোর্ড থেকে আমতলী উত্তরপাড়া মোঃ লিচুর ছেলে লিমন(২৫)ও একই এলাকার মৃত সাত্তারের ছেলে মোঃ রফিকুল ইসলাম(৪০),আমতলী দক্ষিণ পাড়ার মৃত নজির আকন্দের ছেলে মোঃ আশিদুল আকন্দ (৪২)কে গ্রেফতার করে।জুয়ার বোর্ড থেকে আলামত হিসেবে ১৬টি কাঠের টুকরা যাহার প্রতিটির দৈর্ঘ্য প্রায় ৪ইঞ্চি প্রস্থ প্রায় ২ইঞ্চি।প্রতিটি কাঠের টুকরার এক পাশে কাগজের খন্ডের সাথে রাবার দিয়ে ১শত টাকার নোট আটকানো।যাহাতে ১৬শত টাকা এবং ৩১টি লোহার রিং উদ্ধার করে।অভিযান পরিচালনায় পুর্বের চুরি মামলার ১জন আসামীকে গ্রেফতার করে এবং রামনগর মন্ডলবাড়ী এলাকার তবারক মন্ডলের ছেলে মোঃ রনি মন্ডল(২২)কে ফৌঃ কার্যবিধি-১৫১ ধারায় গ্রেফতার করে।বিষয়টি নিশ্চিত করে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্ত্তী জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩জন জুয়াড়ীকে গ্রেফতার করে,গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়।আসামীগনকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।
মোঃ ফরহাদ হোসেন
বগুড়া প্রতিনিধি
০১৭৫৫৪২৭৭৯২