বগুড়ায় ৩০০পিচ ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবার সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)আলী হায়দার চৌধুরী বিপিএম(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)এর তত্ত্বাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে ৩০০(তিনশত)পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি বগুড়ার একটি চৌকস টিম।
২রা অক্টোবর-২০২২ ইং রবিবার সন্ধ্যা ৭ঃ৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মহাস্থান গরুর হাট সংলগ্ন মোঃ শাহিন আলম(৩২),পিতা-মোঃ আজাহার আলী,সাং-বুলুরচর,থানা-শিবগঞ্জ,জেলা-বগুড়া এর খাবারের হোটেলের মধ্যে হইতে ৩০০(তিনশত)পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১।মোঃ সাব্বির শেখ(২৭),পিতা-মোঃ সাইফুল ইসলাম,২।মোঃ শরিফুল ইসলাম (২৫),পিতা-মোঃ আঃ হান্নান,উভয় সাং-উত্তর মধুমাঝিরা,থানা-বগুড়া সদর ৩।মোঃ জনি ইসলাম প্রাং (৩১),পিতা-মৃত খলিল প্রাং,সাং-ধর্মগাছা পশ্চিমপাড়া,থানা-গাবতলী,সর্বজেলা-বগুড়াদের আটক করেন।
উল্লেখ্য যে,আটককৃত ০২নং আসামী শরিফুল ইসলাম (২৫)এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি এবং ০৩নং আসামী জনি ইসলাম প্রাং(৩১)এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি মামলা রয়েছে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া শিবগঞ্জ থানায় মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি বগুড়ার ইনচার্জ জানান,সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।
মোঃ ফরহাদ হোসেন-বগুড়া প্রতিনিধি
০১৭৫৫৪২৭৭৯২