বগুড়ায় হত্যা মামলার তালিকাভুক্ত আসামি মোঃ এফাজ উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল।গ্রেফতারকৃত ব্যক্তি,বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাসনাপাড়া এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে মোঃ এফাজ উদ্দিন(৫৬)।জানা গেছে, বগুড়ার জেলার সারিয়াকান্দি উপজেলার নয়াপাড়া এলাকায় আসামিদের সাথে ফজলুল করিম শেখদের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে ঝগড়া হয়। এর জেরে ২০১৮ সালের ১ এপ্রিল সন্ধ্যায় ফজলুল করিম বাড়ি থেকে সারিয়াকান্দির উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে সারিয়াকান্দির যমুনা নদীর চরে জনৈক মোঃ শহিদুল ইসলাম এর জমিতে পৌঁছামাত্র আসামিরা ফজলুল করিমকে ধারালো ছোরা, রামদা, চাপাতি, লোহার রড দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে ফজলুল করিমকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।উক্ত হত্যার ঘটনায় ফজলুল করিমের ছেলে বাদী হয়ে বগুড়া সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করে।ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।এ ঘটনার পর থেকেই র্যাব আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে ব্যাপক গোয়েন্দা নজরদারী শুরু করে।এরই ফলশ্রতিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর একটি আভিযানিক দল একাধিক অভিযান পরিচালনা করে এবং অবশেষে মঙ্গলবার ১৪ মার্চ-২০২৩ইং সন্ধ্যায় আসামি মোঃ এফাজ উদ্দিনকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাসনাপাড়া এলাকা হতে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পিবিআই বগুড়া এর কাছে সোপর্দ করা হয়েছে।