আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ার মোকামতলায় স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশা ফাউন্ডেশনের উদ্যোগে ও ডাঃ ইব্রাহিম আই কেয়ার এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক সাজু আহম্মেদ মঙ্গলবার সকাল ১০টায় মোকামতলা সোনাতলা রোডে অত্র ফাউন্ডেশন কার্যালয়ে শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন,অত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক,সমাজ সেবক মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান আপন,শিবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা নাজমুল হুদা, মোকামতলা ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল ইসলাম,ব্যবসায়ী শুভ্র প্রসাদ প্রমূখ।সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ রাজু আহম্মেদ, অলি আহম্মেদ শাওন,সহকারী রুমানা খাতুন,শামীমা খাতুন।
তিনজন অসহায় রোগীকে বিনামূল্য অপরাশেনের ব্যবস্থা গ্রহন করা হয়।অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাজু আহম্মেদ বলেন,সেবার মন মানসিকতায় অত্র ফাউন্ডেশনের সকল সদস্য সব সময় সমাজের অসহায় দরিদ্র পরিবারে পাশে এগিয়ে আসে।তাই অত্র ফাউন্ডেশনের মত সমাজের বিত্তবান ব্যক্তিদের অসহায় পরিবারের পাশে এগিয়ে আসা উচিৎ,তিনি আরো জানান,আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
এস আই সুমন
স্টাফ রিপোর্টার,বগুড়া।
তারিখঃ ২১/২/২০২৩ ইং