বগুড়া শহরের স্কুল বাসের ধাক্কায় এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।নিহত ভ্যানচালক আনিছার রহমান(৫২)সদরের ফাঁপোড় ইউনিয়নের কৈচর এলাকার মৃত বগার ছেলে।সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে শহরের বগুড়া-রংপুর মহাসড়কের জয়পুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এই- দুর্ঘটনায় ঘাতক বিএফ শাহীন স্কুলের একটি বাস জব্দ করা হয়েছে ও চালক এবং হেলপার পলাতক।এ-সব তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক(এসআই)মো.মজিবর রহমান।পুলিশের এই কর্মকর্তা জানান,সোমবার সকালে ভ্যানচালক আলুবোঝাই একটি অটোভ্যান নিয়ে রাস্তার পূর্ব পাশ্বে থেকে মাটিডালী দিকে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমে পার হতে নেয়।সে-সময় সাতমাথা দিক থেকে আসা বিএফ শাহীন স্কুলের বাস পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত হয়। দুর্ঘটনার পরেই জনতা স্কুল বাসটি জব্দ করে এবং বাস চালক ও হেলপার পালিয়ে যায়।তিনি আরও জানান,ভ্যানচালকের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এ-বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।