বগুড়া পৌরসভা এলাকায় অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে।পাশাপাশি রাস্তায় অবৈধ ভাবে মোটরসাইকেল ও কার পার্কিং করায় বেশ কয়েকটি মামলা করেছে জেলা পুলিশ।বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি)দুপুরে এ অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)হেলেনা আকতার।এসময় চেলোপাড়া, কাঠালতলা,রাজাবাজার এলাকায় ভাসমান বিক্রেতাদের স্থানান্তর ও স্থায়ী দোকানগুলো যেন ফুটপাতে দোকানে মালামাল না রাখে সেই নির্দেশ দেয়া হয়।এদিকে অবৈধভাবে গাড়ী পার্কিংয়ে ক্ষেত্রে এদিন বিশেষ অভিযান পরিচালনা করেন জেলা পুলিশ।এতে বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ করেন পাশাপাশি কয়েকটি গাড়িকে মামলা করা হয়।এসময় অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার বলেন,শহরে যানজট কমানোর জন্য জেলা পুলিশের এই অভিযান৷ ফুটপাত দখল করে দোকান বসানো ও বিভিন্ন দোকানের মালামাল ফুটপাতে রাখার কারণে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারছে না৷তাই জেলা পুলিশ প্রতিনিয়ত এমন অভিযান পরিচালনা করে যাচ্ছে।তিনি আরও বলেন,শহরকে সুস্থ রাখতে বগুড়া জেলা পুলিশের এমন অভিযান চলমান থাকবে।অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন,সদর ট্রাফিক ফাড়ীর ইনচার্জ মাহবুব আলম, সদর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক এসআই খোরশেদ আলম।