বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। বুধবার বেলা তিনটার দিকে শহরের চেলোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ছাত্রীর নাম মাহিশা আকতার মোহনা(১৭)।তিনি বগুড়া শিবগঞ্জ উপজেলার কীচক এলাকার মঞ্জুর রহমান প্রামাণিকের মেয়ে। মোহনা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।নিহত মোহনার চাচাতো ভাই আব্দুল কাইয়ুম বলেন,ছোটভাই জয়কে নিয়ে মোহনা বগুড়ার কাটনারপাড়ায় ভাড়া বাসায় থাকতো।হঠাৎ কি কারণে চেলোপাড়ায় গেলো এবং ট্রেনে কাটা পড়লো আমরা কিছুই বুঝতে পারছি না।বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই)আমিনুল ইসলাম বলেন, বিকালে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেসের কাটা পড়ে মোহনা নামে এক কলেজছাত্রী নিহত হয়।স্থানীয়রা তাকে ট্রেনের নিচে ঝাঁপ দিতে দেখেছে।আমরাও প্রাথমিকভাবে ধারণা করছি ওই ছাত্রী কোন কারণে আত্মহত্যা করেছেন।তিনি আরও জানান,মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক)হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।