বগুড়ার শাজাহানপুরে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।রবিবার ১৯ মার্চ সকাল ৮টার দিকে উপজেলার জামাদারপুকুর এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম সাব্বির হোসেন।তিনি শাজাহানপুর উপজেলার সোনাকানিয়া গ্রামের বাসিন্দা।সাব্বির নন্দীগ্রামে কোয়ালিটি ফিড কোম্পানিতে কাজ করতেন।প্রত্যক্ষদর্শী বলেন, সকাল ৮টার দিকে মোটরসাইকেল চালিয়ে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন সাব্বির।বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুরের জামাদারপুকুর এলাকায় এলে মালবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই সাব্বির মারা যান।পরে স্থানীয়রা ট্রাকটিকে জব্দ করে।কুন্দুরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক(এসআই)আবুল হাসানাত এ তথ্য নিশ্চিত জানান,মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ট্রাকটি জব্দ করা হয়েছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।