বগুড়া সদরের শাখারিয়া জঙ্গলপাড়া থেকে মমইন ইকোপার্কের উত্তরপাশে মাটি পারাপার করার জন্য ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ(টিএমএসএস) করতোয়া নদীর মূল প্রবাহ বাধাগ্রস্থ করে কাঠের সাঁকো তৈরি করে কাজ করছিল।সোমবার দুপুরে ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন।এসময় টিএমএসএস’র ওই কাজে দায়িত্বে থাকা টিএমএসএস’র সিনিয়র সহকারী পরিচালক (ভূমি)নজিবুর রহমানকে ১০লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।জানা যায়, বগুড়া সদরের এলাকার শাখারিয়া জঙ্গলপাড়া থেকে মমইন ইকোপার্কে মাটি পারাপার করার জন্য করতোয়া নদীর মধ্যে দিয়ে কাঠের সাঁকো তৈরি করে কাজ করছিল টিএমএসএস’র শ্রমিকরা।এরফলে করতোয়া নদীর মূল প্রবাহ বাধাগ্রস্থ হয়।গত ১৮মার্চ শনিবার বিকেলে ওই এলাকায় টিএমএসএস করতোয়া নদীর জায়গা ভরাট করে রাস্তা নির্মান করছে এমন অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন।সেসময় নদী ভরাট কাজ বন্ধ করে দেন এবং শক্তভাবে সর্তক করেন।সেসময় টিএমএসএস’র নির্বাহী পরিচালক ড.হোসনে আরা একটি মুচলেকা দেন,যে নদী ভরাট কাজের স্থান সার্ভেয়ার দিয়ে জরিপ করার পর প্রতীয়মাণ হলে জরিমানা আদায় করা হবে এবং তা শতভাগ দিতে বাধ্য থাকবে।তখন ড.হোসনে আরা সেখানে উপস্থিত হয়ে দাবি করেছিলেন,জায়গাটি টিএমএসএস অফিসের পূর্ব দিকে করতোয়া নদীর পাশে।টিএমএসএস এর নিজস্ব মালিকানাধীন ধানী ভিটা।অবৈধ বালু ব্যবসায়ীদের বালি উত্তোলনে জমিটি নিচু হয়ে গেছে।সেই জমি চাষের আওতায় নিয়ে আসার জন্য ইতোপূর্বে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর সমন্বয়ে মাপযোগ হয়।কিন্তু তখন নির্বাহী কর্মকর্তাকে ইতিপূর্বে কোন ডকুমেন্ট দেখাতে পারেনি টিএমএসএস’র নির্বাহী পরিচালক। তাই নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন ভরাট কাজ বন্ধ করে দেন।ভরাটকৃত স্থান জরিপ করার পর ব্যবস্থা নেয়া হবে।সোমবার দুপুর ২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন শাখারিয়া ইউনিয়নের জঙ্গলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।করতোয়া নদীর মূল প্রবাহ বাধাগ্রস্থ করে কাঠের সাঁকো তৈরি করে কাজ করার প্রমাণ পাওয়ায় সেখানে টিএমএসএস’র পক্ষে সিনিয়র সহকারী পরিচালক(ভূমি)নজিবুর রহমানকে ১০লাখ টাকা জরিমানা করেন।অনাদায়ে ৩ মাসেন বিনাশ্রম কারাদন্ড দেন।ভ্রাম্যমাণ আদালতে বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন জানান,করতোয়া নদীর মাটি ভরাট বন্ধ করা হয়েছিল এরআগে।সোমবার দুপুরে নদীর মূল প্রবাহ বাধাগ্রস্থ করায় টিএমএসএস কর্তপক্ষকে ১০লাখ টাকা জরিমানা করা হয়েছে। ১৯৯৫ সালের পরিবেশ আইন জরিমানা করা হয়েছে।বালু ভরাট করে রাস্তা তৈরি করেছে টিএমএসএস যা স্থানীরা জানিয়েছে।কিন্তু ইতিপূর্বে টিএমএসএস ভুল তথ্য দিয়েছিল তাকে।গত ১৯ তারিখে এই রাস্তা তৈরিতে নিয়োজিত থাকা নারী শ্রমিকরা জানিয়েছে টিএমএসএস’র পক্ষ থেকে এই রাস্তা তৈরি করা হচ্ছে।এসময় টিএমএসএস’র নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বলেন,এই রাস্তা তৈরি করেছে স্থানীয়রা তাদের প্রয়োজনে,অস্থায়ী সড়ক।টিএমএসএস এই রাস্তা তৈরি করেনি।