গুড়া রিজিয়নের কুন্দারহাট হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলামের মৃত্যুর আড়াই মাস পর নবাগত কর্মকর্তা ইন্সপেক্টর মো. আববাস আলী যোগদান করেছেন।সোমবার উপ-পরিদর্শক আবুল হাচানাত এ তথ্য নিশ্চিত করেন।নবাগত কর্মকর্তা আববাস আলী জামালপুর সদর থানার শংকরপুর গ্রামের মরহুম ওহাজ উদ্দিনের পুত্র। তিনি ১৯৯৩ সালে কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশ বাহীনিতে যোগদান করেন।গত জানুয়ারি মাসে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন।আববাস আলী প্রথমবারের মতো অফিসার ইনচার্জ হিসেবে গত ৭ মে কুন্দারহাট হাইওয়ে থানার দায়িত্ব গ্রহণ করেন। এরআগে উপ-পরিদর্শক হিসেবে টাঙ্গাইল,মধুপুর, ভূঞাপুর,কালিহাতী,নাগরপুর,নেত্রকোনা, ময়মনসিংহ,খুলনাসহ বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন।উল্লেখ্য,গত ২১ ফেব্রুয়ারি কুন্দারহাট হাইওয়ে থানায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম।তিনি ১৯৮৬ সালের ২৩ নভেম্বর কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশ বাহীনিতে যোগদান করেন। ২০২২ সালের ২০ মে কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ হিসেবে যোগদান করেছিলেন।চলতি বছরের ৩১ ডিসেম্বর স্বাভাবিক অবসর গ্রহণ করতেন,এর আগেই তিনি না ফেরার দেশে চলে যান।থানার ভারপ্রাপ্ত ইনচার্জ হিসেবে আড়াই মাস দায়িত্ব পালন করেন উপ-পরিদর্শক আবুল হাচানাত।
এস আই সুমন
স্টাফ রিপোর্টার,বগুড়া।
তারিখঃ ১৫/৫/২০২৩ ইং