বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা এর দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেল নিয়াজ মেহেদী এর নেতৃত্বে এসআই(নিঃ)গোলাম রসুল সঙ্গীয় ফোর্সসহ ২৫ নভেম্বর-২০২২ইং তারিখে সারিয়াকান্দি থানাধীন নারচি ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধারালো বার্মিজ চাকুসহ সারিয়াকান্দি থানাধীন মাঝবাড়ী গ্রামের মেহেরুল ইসলামের ছেলে বাইজিদ হোসেন(২৮)ও গাবতলী থানাধীন নিজ কাকড়া গ্রামের হাবিবুর রহমান এর ছেলে মাকসুদুল আলম (৩০)কে ৩০পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্ত্তী জানান,আটককৃত আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে অস্ত্র আইনে ও মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।সকল অপরাধ নির্মূলে আমাদের অভিযান চলমান থাকবে।
মোঃ ফরহাদ হোসেন-বগুড়া প্রতিনিধি
০১৭৫৫৪২৭৭৯২