বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন এর কাটাবাড়িয়া দক্ষিন পাড়াগ্রামে পূর্বে থাকা বাউন্ডারি ওয়াল ভেঙে চলাচলের রাস্তা সংকুচিত করা হচ্ছে বলে এলাকায় অভিযোগ উঠেছে।
জানাগেছে, ওই সম্পত্তির মালিক ক্রয় সুত্রে স্থানীয় এক সেনা সদস্য।কিন্তু কারন বসত ঐ সম্পত্তি সে ডাঃ এনামুল ওনার স্ত্রীর নামে কিনে দেন।উক্ত সম্পত্তি তিনটি হাত রদবদল হয়েছে।ইতিপূর্বে ওই জায়গা নিয়ে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর মাধ্যমে বিষয়টি নিস্পত্তি হয়েছিল।সরজমিনে গিয়ে দেখাগেছে,পূর্বের মালিকের করে যাওয়া বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলে আরও এক ফুট সরে দিয়ে নতুন করে নির্মাণের চেষ্টা করছে ডাক্তার।এতে করে এলাকাবাসি উক্ত কাজে বাধা দিলে ইউনিয়ন পরিষদ কর্তৃক সমঝোতা করার চেষ্টা করেন নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন।ওই ওয়াডের ইউপি সদস্য আব্দুল বাছেদ জানান,আগের মালিক পক্ষ রাস্তা ছেড়ে প্রাচীর দিয়েছিল।আজ এনামুল ডাক্তার ওয়াল ভেঙে ফেলে রাস্তা সংকুচিত করছে।
এবিষয়ে ডাক্তার এনামুল জানান,আমি ৫শতক জায়গা কিনেছি ২ফুট করে জায়গা ছেড়ে আমি প্রাচীর নির্মান নতুন করে করছিলাম কিন্তু প্রতিপক্ষরা বাধা দিয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। আর তাহাছাড়া প্রতিপক্ষ অন্যায় করছে।ওদের অত্যাচারে আগের মালিক টিকতে না পেরে জায়গাটি আমার কাছে বিক্রি করে গেছেন।এবিষয়ে ওই এলাকায় বিট পুলিশ আফিসার এস আই আরিফুল ইসলাম জানান,বিষয়টি ওসি স্যার অবগত আছেন। সময় করে দুপক্ষকে ডেকে স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে সমস্যাটি মিমাংসা করা হবে।