বগুড়ার আদমদীঘিতে ২৫০গ্রাম গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।তারা হলেন,উপজেলার ডুমুরীগ্রামের মৃত আক্কাস মন্ডলের ছেলে নুর আক্তার লিটন(৪৫)ও মটপুকুরিয়ার রইজউদ্দিনের ছেলে আমিনুর ইসলাম (২৫)-১৪ফেব্রুয়ারি-২০২৩ইং রোজ মঙ্গলবার সকালে গ্রেফতারদের জেল হাজতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়,উপজেলার ডুমুরীগ্রামে দু’জন গাঁজা বিক্রির জন্য অবস্থান করছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায়।এসময় তাদের আটক করে তল্লাশী চালানো হয়।লিটনের ডান হাতে থাকা পলিথিনে মোড়নো ১৫০গ্রাম এবং একই কায়দায় আমিনুরের বাম হাতে রাখা ১০০গ্রাম গাঁজা দু’জনকে গ্রেফতার করা হয়।আদমদীঘি থানার অফিসার ইনচার্জ(ওসি)রেজাউল করিম রেজা জানান,তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।