রিপোর্টারঃ এস আই সুমন–বগুড়ার নন্দীগ্রামে ভি ডব্লিউ বি কার্ডধারী ভাতাভোগীদের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেছেন বগুড়া জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেন এমপি।বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদ চত্বরে ৪৭২জন ভাতাভোগীর মাঝে সরকারি এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।প্রত্যেক ভাতাভোগীরা প্রতিমাসে ৩০কেজি করে চাল পাচ্ছেন।উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান,আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন মন্ডল,উপজেলা সহকারী পরিসংখ্যান অফিসার তফিকুল ইসলাম,থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম,জেলা পুলিশের বিশেষ শাখার সদস্য ফিরোজ কবির,নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া,ইউপি সদস্য আব্দুল জব্বার,সাইদুল ইসলাম, জোবায়ের হোসন,আব্দুর রাজ্জাক,মহিদুল ইসলাম বাবু, আমিরুল ইসলাম,হাওয়া বেগম,আঞ্জুয়ারা বিবি,ফেরদৌসী বেগম,নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ।
অন্যদিকে উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের ৪২১ জন ভাতাভোগীদের মাঝে চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন।
এস আই সুমন
স্টাফ রিপোর্টার,বগুড়া।
তারিখঃ ২২/৬/২০২৩ ইং