রিপোর্টারঃ-এম এ শাহিন,জেলা প্রতিনিধি বগুড়া || বগুড়া শহরের শাপলা মার্কেটে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে ভুয়া আইডি কার্ড তৈরির সঙ্গে জড়িত একটি চক্রের ৯ সদস্যকে আটক করেছে।
বুধবার বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর ভুয়া পরিচয়পত্র এবং সেগুলো তৈরি করার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সূত্র জানায়,আটককৃতরা ৩ থেকে ৪০০ টাকার বিনিময়ে ভুয়া পরিচয়পত্র তৈরি ও বিক্রি করছিল।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন কম্পিউটারের কর্মচারী, গ্রাফিক্সের কাজের সঙ্গে জড়িত ব্যক্তি এবং প্রিন্টিং ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি।
গ্রেফতারকৃতরা হলো বগুড়া শহরের সাবগ্রাম এলাকার মমতাজ উদ্দিনের ছেলে মোঃ সেলিম রেজা(৫২),ফুলবাড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ নবীন হোসেন(২৭),বৃন্দাবনপাড়া এলাকার মমতাজ এর ছেলে মোঃ আশরাফ(৫৫),লতিফপুর কলোনী এলাকার মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে মোঃ রাজু হোসেন (৫০), শামিম গ্রাফিক্স এর কর্মচারি সদরের সাবগ্রাম এলাকার মমতাজ এর ছেলে মোঃ সেলিম(৫২),বাদুরতলার মোজাম্মেল হকের ছেলে মিজানুর(৩৬),সদরের ফাঁপোড় এলাকার বেলাল হোসেনের ছেলে নাহিদ ইসলাম (১৮), মজনু স্ক্রীন প্রিন্ট এর কর্মচারি কাহালুর পাইকড় এলাকার আমির হোসেনের ছেলে মজনু(৩০) ও নিশিন্দারার আব্দুল মজিদের ছেলে মো: মামুন (৩০)।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে সেনাবাহিনী,পুলিশ ও অন্যান্য বাহিনীর নামে ভুয়া পরিচয়পত্র,আইডি কার্ড তৈরির প্রিন্টার এবং অন্যান্য সরঞ্জামাদি।
সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান,আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।তিনি বলেন,এ ধরনের অভিযান বগুড়া অঞ্চলে জালিয়াতি বন্ধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।