রিপোর্টারঃ এম এ শাহিন–বগুড়ায় এবার ৪ লাখ ৮২ হাজার ৬৩১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ লক্ষ্যে জেলার ২ হাজার ৮৫৬ কেন্দ্রে আগামিকাল রোববার থেকে চার দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে।শনিবার বেলা ১২টার দিকে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টশন সভায় এই কথা জানানো হয়।
সভায় জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বগুড়ায় শিশুদের দু ভাগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রথম ভাগে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল। আর ১২ থেকে ৫৯ মাস বয়সীদের খাওয়ানো হবে লাল এ ক্যাপসুল।জেলায় নীল ক্যাপসুল খাবে ৫৬ হাজার ৪৮০ এবং লাল ক্যাপসুল খাবে ৪ লাখ ২৬ হাজার ১৫১ জন শিশু।
চার দিনব্যাপী এই ক্যাম্পেইনে সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত ভিটামিন খাওয়ানোর কার্যক্রম চলবে।এজন্য ২ হাজার ৮৫৬ কেন্দ্রে মোট স্বেচ্ছাসেবক থাকবে ৫ হাজার ৭১২ জন।জেলার মোট ৩৫৭টি ওয়ার্ডে একজন করে প্রথম সারির সুপারভাইজার থাকবে।ওরিয়েন্টশন সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম।সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু ও ডেপুটি সিভিল সার্জন ডা. শাহনাজ পারভীন।
সিভিল সার্জন ডা.মোহাম্মদ শফিউল আজম বলেন, ৬ মাসের নিচে আর ৫৯ মাসের উপরে কোনো শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে না।এছাড়াও কোনো অসুস্থ শিশুকেও এ ক্যাপসুল খাওয়ানো নিষেধ করা হয়েছে।
এ ছাড়া যারা ভিটামিন এ খাওয়ানো থেকে বাদ পড়বেন তাদের পরবর্তীতে স্থানীয় কমিউনিটি,ইউনিয়ন ক্লিনিকগুলোয় গিয়ে শিশুদের এই সেবা নিতে পারবেন।