ফরিদপুরে ডিবির নেতৃত্বে মাদক অভিযানে ১জন গ্রেফতার।
মাননীয় ফরিদপুর পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ ডিবি ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টীম অভিযান পরিচালনা করে ০৩অক্টোবর-২০২২ইং রোজ সোমবার ১০ঃ৫০মিনিটের সময় ঘটনাস্থলে ফরিদপুরের সালথা থানাধীন বল্ডবদী ইউনিয়নের বাউশখালী সাকিনস্হ মালেক দফাদারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ আক্কাস মুন্সী(৩৪)পিতা মৃত আলী আহম্মেদ,সাং বাউশখালী,থানা-সালথা,জেলা-ফরিদপুরকে ২৫০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
উক্ত আসামীর বিরুদ্ধে এস আই মোহাম্মদ হান্নান মিয়া বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেন।