প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশের ন্যায় গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন।সোমবার ২২ মে-২০২৩ইং সকালে কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।মিছিলের আগে প্রতিবাদ সমাবেশ করা হয়।সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকিদাতাকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মুক্তার হোসেনের সভাপতিত্বে মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম,সহ-সভাপতি শরাফত হোসেন লাভলু সহ নেতৃবৃন্দ।এছাড়াও মিছিলে অংশগ্রহন করেন কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগসহ, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।উল্লেখ্য,রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাদ কতৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার ২২ মে সারা দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দেয় আওয়ামী লীগ।