রংপুরের গংগাচড়া উপজেলায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় ওয়াহেদুজ্জামান মাবু নামের এক বিএনপি নেতার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
তিনি জেলার গঙ্গচড়া উপজেলা বিএনপির সভাপতি ও লক্ষিটারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
আজ মঙ্গলবার (১নভেম্বর) দুপুরে রংপুরের গংগাচড়া আমলি আদালতের হাজিরা দিতে আসলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে এই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিলেও জামিনের মেয়াদ শেষ হয় ।
আদালত সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর গঙ্গাচড়া উপজেলায় বিএনপির মিছিলে বাধা দেয়ায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। গঙ্গাচড়া থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বিএনপির ৫০ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দেড় থেকে দুই হাজার মানুষকে আসামি করা হয়েছে। এর পর তারা উচ্চ আদালত থেকে জামিন নেন।গতকাল জামিনের মেয়াদ শেষ হলে তারা হাজিরা দিতে আসলে বিচারক সবাইকে জামিন দিলেও উপজেলা সভাপতি ওয়াহেদুজ্জামান মাবুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।