1. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
  2. durantotv28@gmail.com : anamul Haque : anamul Haque
  3. loggershell443@gmail.com : yanz@123457 :
পিরোজপুর নেছারাবাদে বিএনপি'র সমাবেশে হামলায় ১২জন আহত। - দুরান্ত টিভি
August 19, 2024, 8:41 am
শিরোনাম :
রংপুর গংগাচড়ায়  টিম জিয়ন সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত সিলেট মেট্রোপলিটন ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ) সোহেলকে নিয়ে চোরাকারবারিদের গুজব। বগুড়ায় শেখ হাসিনা-কাদের সহ ১০১জনের নামে হত্যা মামলা বুলেটের গুলির চেয়েও ইন্টারনেটের গুলির শক্তি বেশি ছাত্র-জনতা-ড.মঈন খান রংপুর কারাগারে সংঘর্ষ একজন নিহত তদন্ত কমিটি গঠন সহ ২ কারারক্ষি বরখাস্ত কোটা আন্দোলনে শেরপুরে ২জন শিক্ষার্থী হত্যায় পৃথক পৃথক মামলা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ছাত্রদের আত্মার মাগফিরাত কামনা সহ বিশেষ দোয়া অনুষ্ঠান। দুমকি উপজেলা চেয়ারম্যান কে জুতাপেটা করলেন ছাত্র জনতা। দুমকিতে ৪আ’লীগকর্মী সমর্থককে কুপিয়ে জখম! নড়াইলে আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর নেছারাবাদে বিএনপি’র সমাবেশে হামলায় ১২জন আহত।

পিরোজপুর প্রতিনিধি
  • সময়: Thursday, September 1, 2022,
  • 190 Time View

পিরোজপুরের নেছারাবাদে বিএনপি’র সমাবেশে হামলায় ১২জন আহত।

 

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে পিরোজপুরের নেছারাবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে,এতে ১২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

৩১ আগস্ট-২০২২ইং রোজ বুধবার বেলা ১২টার দিকে উপজেলার পৌর বিএনপির কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন।

আহতরা হলেন, পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবকদল নেতা আশ্রাফুল আলম সজল(২৮)জেলা জাসাসের আহবায়ক জাহিদুল ইসলাম(৩৫),জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান,সরকারী স্বরূপকাঠী কলেজ ছাত্রদলের আহবায়ক মো: হাসিবুর রহমান(২৪),যুবদল নেতা মোঃ ইমাম হোসেন(৪২)স্বেচ্ছাসেবকদল নেতা বেল্লাল(৩২),মোঃ ফয়সাল মিয়া(২৭),মোঃ রাজু মিয়া(২৬),মোঃ সাইফুল ইসলাম (৩৫),মো: সজিব আকন(২৮), ছাত্রদল নেতা আকাশ(২৬),মোঃ আকিব (২৭),মোঃ মাহমুদ হাসানছি২৫),মোঃ সালেহ আহমেদ (২৭),মোঃ শরিফুল ইসলাম(২৪),মোঃ আকিব(২৫)।

জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন আরো জানান,আজ দুপুরে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে উপজেলার পৌর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সমাবেশ ছিল।জেলার নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌছানোর আগে পথেই প্রথমে তাদের উপর ব্রিজের উপর থেকে ট্রলারে ইট নিক্ষেপ করে হামলা করা হয়।পরে বিএনপির কার্যালয়ের ইট ছুড়ে ও পাইপ-লাঠি নিয়ে হামলা চালানো হয়।এতে বিএনপি ও অঙ্গসংগঠনের ১০-১২ নেতাকর্মী আহত হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

কেন্দ্রিয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য গাজী নুরুজ্জামান বাবুল জানান,নেছারাবাদে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী হামলা করে।এতে বেশ কয়েকজন নেতাকর্মী হামলার স্বীকার হয়।আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানাই।

স্বরুপকাঠী উপজেলা আওয়ামীলীগের সভাপতি  সৈয়দ সহিদ উল আহসানকে এ ঘটনাকে অস্বীকার করে বলেন কাদের প্রগ্রাম ছিলো আর কেউ সেখানে হামলা করছে কি না আমার জানা নাই।অহেতুক কাউকে দোষারোপ করা ঠিক না।

এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ(ওসি)আবির মো:হাসান বিষয়টি অস্বীকার করে জানান তেমন কোন হামলার ঘটনা ঘটেনি।তবে পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x