পিরোজপুর জেলা শাখার জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভাও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সিকদার (মন্টু)র সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ূন কবীর।এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম নারায়ন চৌধুরী,বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু,বীরমুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু প্রমুখ।
সভা সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান। এসময় সংগঠনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,সবার শেষে দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।