পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম হাওলাদার (৭৬)ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শনিবার ১৭ডিসেম্বর সন্ধ্যায় খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই মেয়ে,নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা,পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং চলতি বছরের গত ২৮নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনে দ্বিতীয়বারের মতো তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।পারিবারিক সূত্রে জানা গেছে,আজ রোববার তার পৈত্রিক বাড়ি ভান্ডারিয়া উপজেলার ৭নম্বর গৌরীপুর ইউনিয়নের চড়াইল গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে আব্দুল হাকিমকে।
তার মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু,দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা’র সম্পাদক এবং পিরোজপুর-২আসনের সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন।এছাড়া গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড.শ ম রেজাউল কমির,পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক এমপি আলহাজ্ব একেএমএ আউয়াল,পিরোজপুরের পৌর মেয়র হাবিবুর রহমান মালেক,পিরোজপুর উপজেলা চেয়ারম্যান মো.মজিবুর রহমান খালেক,পিরোজপুর-২ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মো.শাহআলম,জাতীয় পার্টি-জেপির ভান্ডারিয়া উপজেলা সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দারসহ বিশিষ্টজনেরা।