বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর সদর উপজেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন ও উপজেলা কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (১২নভেম্বর)সকাল ১১টায় জেলা মুক্তিযোদ্ধা মার্কেটের ৩য় তলায় কুটুম বাড়ি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পূজা উদযাপন পরিষদের পিরোজপুর সদর উপজেলা শাখার সভাপতি অধীর চন্দ্র পাল গোপাল সম্মেলনে প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন এবং সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী ব্রজ গোপাল দেবনাথ।এ সময় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন পূজা উদযাপন পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুখরঞ্জন বেপারী,প্রধান বক্তা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রীমতি দোলাগুহ,সদর থানার ওসি মাসুদুজ্জামান খান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তুষার কান্তি মজুমদার,সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্তী,এডভোকেট হরেন্দ্রনাথ অধিকারী,গৌর রায় চৌধুরী,ডা:অরবিন্দ রায় সুদেব মসিদ,সুনীল চক্রবর্তী, তপন বল,মিঠুন হালদার,যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্র শেখর হালদার,প্রমুখ।অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,দীলিপ কুমার মাঝি,দিপশীখা দাস, বীরেন স্বর্পন,মিন্টু মাতা, প্রমূখ।
সম্মেলন শেষে ভোটের মাধ্যমে পিরোজপুর সদর উপজেলা শাখার কমিটি নির্বাচন করা হয়।
সভাপতি হিসেবে নির্বাচিত হন-অধীর রঞ্জন পাল গোপাল সম্পাদক হিসেবে নির্বাচিত হন -নির্মল চ্যাটার্জী কমিটি আগামী এক মাসের মধ্যে জেলা কমিটির সাথে পরামর্শ সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি করবেন।