পিরোজপুরের কঁচা নদীর কুমিরমারা ফেরিঘাট থেকে নদীতে পড়ে নিখোঁজ রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফির মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের কেশদা খাল থেকে শনিবার(৩সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবদুল্লাহ বিন কাফি(৪০)ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর পুত্র।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার সময় বরিশালে যাওয়ার পথে পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট থেকে কঁচা নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। মোবাইলে কথা বলতে বলতে ফেরির পল্টুন থেকে পড়ে যান তিনি৷তিনি সাতক্ষীরা কাস্টমস,ভ্যাটস ও এক্সাইজ কমিশনের সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন।