পিরোজপুরে দিনব্যাপী স্বেচ্ছাসেবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুরে হ্যাবিট্যাট ডেভলপমেন্ট ট্রাস্ট(এইচ ডি টি) এর আয়োজনে দিনব্যাপী স্বেচ্ছাসেবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ০৮অক্টোবর বেলা ১১টায় শহরের এসবি কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অফিসার মোঃ ইকবাল কবির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব,হ্যাবিট্যাট ডেভলপমেন্ট ট্রাস্ট এর চেয়ারম্যান ক্যানাডিয়ান নাসির উদ্দিন হাওলাদার স্বেচ্ছাসেবীদের নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।
অনুষ্ঠানে বাবুই সামাজিক উন্নয়ন সংস্থা,প্রাণ ফটো, বিজয় নিশান,রূপসী বাংলা,সাপোর্ট মানব কল্যাণ সংস্থা এবং ঢাকার সংগঠন গ্লোকল সহ অনেক সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকদের জীবন মান উন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।