1. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
  2. durantotv28@gmail.com : anamul Haque : anamul Haque
  3. loggershell443@gmail.com : yanz@123457 :
পিরোজপুরে দলীয় বোর্ডের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সালমা রহমান হ্যাপীসহ ৫জন। - দুরান্ত টিভি
September 22, 2024, 6:42 am
শিরোনাম :
সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা,অব্যহতির দাবিতে দুমকিতে মানববন্ধন লালমনিরহাটে স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন ৪ আগস্ট গণআন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চোখ হারানো আলাল আহমদকে স্পেন দক্ষিণ সেচ্ছাসেবক দল এর পক্ষ থেকে অনুদান প্রদান নড়াইলে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে সাংবাদিকের নামে ফেসবুকে অপপ্রচারে-থানায় জিডি! পিরোজপুরে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক এর মতবিনিময় আড়িয়াল খাঁ ও বিল পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে চলছে মহা উৎসব ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কাজ করছে-মাজেদুর রহমান বৈষম্যহীন সিলেট সিটি প্রেস ক্লাবের কমিটির আত্নপ্রকাশ। পিরোজপুরে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে

পিরোজপুরে দলীয় বোর্ডের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সালমা রহমান হ্যাপীসহ ৫জন।

পিরোজপুর জেলা প্রতিনিধি
  • সময়: Saturday, September 10, 2022,
  • 165 Time View

পিরোজপুরে দলীয় বোর্ডের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সালমা রহমান হেপীসহ ৫জন।

আগামী ১৭সেপ্টেম্বর আসন্ন পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন বোর্ডের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন পিরোজপুর পৌর আওয়ামীলীগের সদস্য,পিরোজপুর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ওমর ফারুকের বোন সালমা রহমান হ্যাপী।বাংলাদেশ আওয়ামীলীগের ধানমন্ডি কার্যালয়ে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে বোর্ডের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনি।আওয়ামীলীগের প্রার্থী বাছাইয়ের জন্য গঠিত মনোনয়ন বোর্ডে কাছে বুধবার এ মনোনয়ন ফরম জমা দেন সালমা রহমান হ্যাপী’র প্রতিনিধি দল।

এছাড়াও পিরোজপুর জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মহিউদ্দিন মহারাজ,ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য আবদুল্লাহ আল মাসুদ,নেছারাবাদ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মোসা:হাসিনা মনি এবং স্বরূপকাঠী পৌর আওয়ামী লীগের সদস্য শামসুন্নাহার বেগম।

সালমা রহমান হেপী বরিশাল বিভাগীয় মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।সালমা রহমান হেপী’র বড় ভাই শহীদ ওমর ফারুক পিরোজপুর মহাকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ভি.পি ছিলেন। ১৯৭১সনের ২৩মার্চ তিনি প্রথম পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন এবং বরিশাল পাক বাহিনীর উপর হামলা পরিচালনা করার জন্য আটঘর কুড়িয়ানা থেকে বরিশাল যাবার পথে গ্রেপ্তার হয় এবং ১৯৭১সনের ০৪জুন বরিশাল ত্রিশ গোডাউনে পাক হানাদার বাহিনীর টর্চার সেলে লোহার রডের সাথে স্বাধীনতা পতাকা বেঁধে তাহার মাথার তালুতে ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।সালমা রহমান হেপী পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মজিবুর রহমান খালেক এর স্ত্রী।

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সালমা রহমান হেপী জানান,আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে ১৯৮২ ইং সাল থেকে আমি পিরোজপুর পৌর আওয়ামীলীগ ও জেলা মহিলা আওয়ামীলীগের বিভিন্ন দ্বায়িত্ব পালন করে আসছি।এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত থেকে বাংলাদেশ আওয়ামীলীগ ও বাংলাদেশের সেবা করার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় ভাবে মনোনিত করলে আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে মানুষের জন্য কাজ করবো।

পিরোজপুর প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x