পিরোজপুরের নেছারাবাদ কুড়িয়ানা বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী ও বিখ্যাত যাদু শিল্পী জুয়েল।
২অক্টোবর-২০২২ইং রোজ রবিবার দুপুরে কুড়িয়ানা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে তারা ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর দুঃখ প্রকাশ এবং সমবেদনা জ্ঞাপন করেন।পরে ক্ষতিগ্রস্তদের মাঝে পিরোজপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সালমা রহমান হ্যাপীর ব্যক্তিগত পক্ষ থেকে ৫হাজার টাকা করে প্রদান করেন এবং বিখ্যাত যাদু শিল্পী জুয়েল আইচ ও পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী স্বাধীন হালদার ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম মন্টু সিকদার,নেছারাবাদ উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়,আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার,নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসির উদ্দিন পিয়াস,আটঘর কুড়িয়ানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তোফা, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আইন বিষয়ক সম্পাদক অরূপ শিকদার,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন হালদারসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন।
গত রবিবার ভোরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।আগুনে ২১টি ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে।আনুমানিক ১কোটি টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে।