সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে,আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে,আজ (১১নভেম্বর)রবিবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় রেলী ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।বে-সরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সমন্বয়ে এ কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানববন্ধন ও রেলীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সীমা রানী ধর এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব আঃ ওহাব মিয়া প্রমুখ।রেলিটি ভান্ডারিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহিলা অধিদপ্তরের সামনে এসে শেষ হয়।