জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুর সদর উপজেলার ১৩১ নং উত্তর চল-পুখরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল ১১ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে পালিত হয়।উক্ত অনুষ্ঠানে নাগরিক কেন্দ্রের সভাপতি ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝির সভাপতিত্বে এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জামিলা বিলকিস এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাবিব হাসান মুন্সী।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক আসাদ খান রাজারকাঠির মাধ্যমিক বিদ্যালয় এর সাবেক সভাপতি আলী হায়দার অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মাস্টার আব্দুল সোবহান জমিদাতা সদস্য দেলোয়ার হোসেন, শিক্ষক রাজিয়া খানম ইসরাত জাহান লায়লা আক্তার প্রমূখ।
সভাপতির বক্তব্যে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ এই শিশুরাই একদিন দেশ গড়ার নেতৃত্ব দিবে তাই বর্তমান শিশুদের মাঝে জাতির পিতার আদর্শকে ধারণ করতে হবে তাহলে এই শিশুরা ভবিষ্যতে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারবে।