শরিয়তপুর জেলার জাজিরা উপজেলা নাওডোবা ইউনিয়নের বাসীন্দা মোঃ চুন্নু খান (৬৪) পিতা মৃত সদর আলী খান ,সদর আলী কান্দি,নাওডোবা , জাজিরা, শরিয়তপুরকে ৩০০ গ্রাম মাদক ( গাঁজা) সহ,পদ্মা দক্ষিণ থানার অফিসার্স ইনচার্জ শেখ মোঃ মোস্তাফিজুর রহমান এর দিক নির্দেশনায় এস আই মোঃ ফারুক হোসেন সঙ্গীও ফোঁস নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে ৩০০ গ্রাম গাঁজা সহ মোঃ চুন্নু খানকে গ্রেফতার করেন।
নিয়মিত মামলা হিসেবে এস আই মোঃ ফারুক হোসেন বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দ্বায়ের করেন ।
ঘটনা সূত্রে জানা যায় শরিয়তপুর জেলার জাজিরা উপজেলা নাওডোবা ইউনিয়নের বেশ মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে মোঃ চুন্নু খান,শুধু তাই নয় মোঃ চুন্নু খান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী,তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান পুলিশ।
মোঃ চুন্নু খানকে মাদক সহ গ্রেফতারের পর এলাকার সুশীল সমাজসহ মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান সকল সচেতন মহলকে।পদ্মা সেতু দক্ষিণ থানায় নিয়মিত মামলা হিসেবে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শেখ মোঃ মোস্তাফিজুর রহমান।