1. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
  2. durantotv28@gmail.com : anamul Haque : anamul Haque
  3. loggershell443@gmail.com : yanz@123457 :
নড়াইল লোহাগড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত। - দুরান্ত টিভি
August 28, 2024, 8:45 am
শিরোনাম :
বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান বাংলাদেশ জামায়াতে ইসলামী এর জেনারেল সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দিনাজপুর বিরামপুরে জরিমানা-সিলগালা সহ ২ দালাল কারাগারে পাটগ্রামে হিন্দুধর্মালম্বীদের মঙ্গল শোভাযাত্রা র‍্যালী ও আলোচনা সভায় জামায়াতে ইসলামী দুমকিতে প্রধান শিক্ষকের অপসারণ দাবি শিক্ষার্থীদের। দুমকিতে মাদ্রাসা তিন শিক্ষককে মারধরের অভিযোগ! চাকুরী জাতীয়করনের এক দফা দাবীতে কর্মবিরোধী পালন করেছে পিরোজপুর জেলা রেজিস্ট্রি অফিসের নকল নবিশবৃন্দ বগুড়া জেলা জজকে অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ পবিপ্রবিতে বৃষ্টি উপেক্ষা করে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ। রংপুর গংগাচড়ায়  টিম জিয়ন সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত সিলেট মেট্রোপলিটন ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ) সোহেলকে নিয়ে চোরাকারবারিদের গুজব।

নড়াইল লোহাগড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত।

মোঃ আজিজুর বিশ্বাস-স্টাফ রিপোর্টার।
  • সময়: Wednesday, August 31, 2022,
  • 242 Time View

লোহাগড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত।

নড়াইলের লোহাগড়া উপজেলার ৫নং লক্ষীপাশা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলের তালিকায় হতদরিদ্রের ১৫টাকার চাউলের কার্ড চেয়ারম্যান অনিয়ম করে বাতিল করতেছেন বলে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী।

৩১ আগষ্ট বুধবার সকাল ১০ টার সময় লোহাগড়া উপজেলার সামনে শতশত লোক ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি করে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অনুলিপি প্রদান করেছে ইউনিয়নবাসী।মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষীপাশা ইউনিয়নের মেম্বার জিরু কাজী,মেম্বার কামাল শেখ,মেম্বার ওমর মোল্লাসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র সুবিধা বঞ্চিত মানুষ।

লক্ষীপাশা ইউনিয়নের হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও স্বল্প মূল্যে খাদ্য সহায়তা চলমান খাদ্যবান্ধব কর্মসূচি ডিজিটাল ডাটাবেজ ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা হচ্ছে।

সূত্রে জানা গেছে,এ কর্মসূচি বাস্তবায়ন করতে উপজেলা খাদ্যবান্ধব কমিটির এক মিটিংয়ে কার্ডধারী মৃত এবং সচ্ছল ব্যক্তিদের নাম পরিবর্তন করে প্রকৃত হতদরিদ্র,ভূমিহীন,কৃষি শ্রমিক,দিনমজুর, উপার্জনে অক্ষম এবং যে সব পরিবারে শিশু বা প্রতিবন্ধি রয়েছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে খাদ্যবান্ধব কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এবং সংশ্লিষ্ট ইউনিয়ন খাদ্যবান্ধব কমিটির মাধ্যমে সংশোধীত নতুন উপকার ভোগীদের তালিকা আহবান করা হয়েছে।

অভিযোগ উঠেছে, উপজেলা কমিটির এই সিন্ধান্তকে পুঁজি করে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা নিজ দলের বাইরে থাকা অনেক হতদরিদ্রদের নাম বাতিলের প্রস্তাব করে একটি তালিকা উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করেন।

সেই নতুন তালিকায় দেখা যায় পূর্বের অনুমোদিত খাব্যবান্ধব কর্মসূচির তালিকায় থাকা বেশিরভাগ হতদরিদ্র পরিবারের পরিবর্তে চেয়ারম্যান মেম্বারদের পছন্দের লোক ঠাঁই পেয়েছে।খাদ্যবান্ধব কর্মসূচির ব্যাপারে ৫নং লক্ষীপাশা ইউনিয়নের জনগন বলেন,ইউনিয়নের চেয়ারম্যান যেটা করেছে তা নিয়মের বহির্ভূত এবং সে অনিয়ম করতেছেন।

কোন রকম যাচাই বাছাই ছাড়া কেন নতুন ব্যক্তিদের নাম খাদ্যবান্ধব কর্মসূচি ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং নোটিশ ছাড়াই অনুমোদিত কার্ডধারী উপকার ভোগীদের নাম বাতিল করা হচ্ছে।

এমন প্রশ্নের জবাবে লোহাগড়া উপজেলা খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মান্নান আলী ছাপ জানিয়ে দেন এসব প্রশ্নের জবাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাই দিতে পারবেন।এর বাইরে কোন উত্তর আমার কাছে নেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে লক্ষীপাশা ইউনিয়নে ৮০৩ জনের মধ্যে ৩৬৩ জনের নাম বাতিল করে নতুন নাম তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

মোঃ আজিজুর বিশ্বাস-স্টাফ রিপোর্টার।

মোবাইল-০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x