নড়াইল বিশ্ব বরণ্য চিত্রশিল্পী এস এম সুলতান জন্ম বার্ষিকী উপলক্ষে এস এম সুলতান নৌকা বাইচ।
নড়াইল বিশ্ব বরণ্য চিত্রশিল্পী এস এম সুলতান জন্ম বার্ষিকী উপলক্ষে এস এম সুলতান নৌকা বাইচ আগামী ২২অক্টাবর শনিবার অনুষ্ঠিত হবে।রবিবার(২অক্টাবর) সকাল সাড়ে ১০ টায় নড়াইল জলা প্রশাসকের সম্মিলন কক্ষে নৌকা বাইচ উপলক্ষে এক প্রিতি সভায় এ সিদ্ধান্ত হয়।
এস এম সুলতান ফাউন্ডশনের সভাপতি ও জলা প্রশাসক মাহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আশিকুর রহমান মিকু,অতিরিক্ত জলা প্রশাসক(সার্বিক)মোঃ ফকরুল হাসান,পৌর মেয়র আঞ্জুমান আরা,অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম প্রমূখ। এসময় বিভিন শ্রেণীপেশার মানুষ উপস্তিত ছিলন। উল্লখ্য,১৯২৪ সালের ১০আগষ্ট তৎকালিন মহকুমা শহর নড়াইলের চিত্রা নদীর পাশে সবুজ শ্যামল ছায়া ঘেরা, পাখির কলকাকলীত ভরা মাছিমদিয়া গ্রামে জন্ম গ্রহন করেন শিল্পী এস এম সুলতান। ১৯৯৪ সালের ১০ অক্টাবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে শিল্পী সুলতান মত্যুবরণ করেন।