নড়াইলে জাহাঙ্গীর বিশ্বাস সৃতি পর্ষদ এর আয়োজনে,জাহাঙ্গীর বিশ্বাসের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া স্বরনসভা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।শনিবার ২৬ নভেম্বর-২০২২ইং সকাল ১০টায় জাহাঙ্গীর বিশ্বাসের প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পণ করা হয়।এসময় জাহাঙ্গীর বিশ্বাস সৃতি পর্ষদ,জেলা আঃলীগ,জেলা যুবলীগ,জেলা ছাত্রলীগ,নড়াইল পৌরসভা,জেলা মুক্তিযোদ্ধা পরিষদ,মহিলা আঃলীগ,জেলা শ্রমিক ইউনিয়ন,রুপগন্জ বনিক সমিতি, সদর উপজেলা ছাত্রলীগ,পূজা পরিষদসহ অন্যন্যা সংগঠন পুস্প মাল্য দান করেন।মাল্যদান শেষে এক পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ মঞ্চে স্বরণসভা অনুষ্ঠিত হয়।জাহাঙ্গীর বিশ্বাস পর্ষদের আহবায়ক শরফুল আলম লিটুর সভাপতিত্বে এবং এড.কাজী বসিরুল হকের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড.সুভাষ চন্দ্র বোস,সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলু,জেলা আঃলীগের সাবেক সাধারণ সম্পাদক এড.মোহাম্মদ আলি, পৌর মেয়র আঞ্জুমান আরা,জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল,সাধারণ সম্পাদক এস এম পলাশ,জেলা মৎস্যজিবী লীগের সভাপতি সাইফুল ইসলাম,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. কায়েস,ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মোঃ ইকবাল,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান,জেলা যুবলীগ নেতা শাহনেওয়াজ তরু জেলা ছাত্রলীগে সভাপতি নাইম ভুইয়া রুপগন্জ বনিক সমিতির সাধারণ সম্পাদক সন্তুু ঘোষ প্রমুখ।বক্তারা প্রয়াত মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের সৃতিচারন করেন।এসময় আওয়ামীলীগের সংগঠন অঙ্গসংগঠন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মিসহ বিভিন্ন শ্রেণীপেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।উল্লেখ্য জাহাঙ্গীর বিশ্বাস নড়াইল পৌরসভার মেয়র,জেলা আঃলীগের যুগ্ন সাধারণ সম্পাদক,জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা শ্রমিক ইউনিয়ন ১২৯৫ এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।