নড়াইল জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হিসেবে দৌড়-ঝাপে এগিয়ে রয়েছে,ন্যায় নিষ্ঠাবান সমাজ সেবক মোঃ বরকত হুসাইন,২৬ সেপ্টেম্বর(সোমবার)সকাল এগারোটায় নড়াইল ডিসি অফিসের সম্মেলন কক্ষে প্রতিক বরাদ্দের অনুষ্ঠানে জেলা পরিষদ নির্বাচনে অটোরিক্সা প্রতিক প্রাপ্ত হয়ে নির্বাচনি প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন,অসহায় গরিবের বন্ধু জননেতা মোঃ বরকত হুসাইন।
নড়াইল সদর উপজেলার ১নং মাইজপাড়া ইউনিয়নের তারাসি গ্রামের মোঃ মোকাম্মেল হোসেনের কৃতি সন্তান মোঃ বরকত হুসাইন,তিতুমির কলেজ থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স শেষ করেন।বরকত হুসাইন তরুণ সমাজ সেবক,বিসিষ্ট ব্যবসায়ী ও মাইজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।মাইজপাড়া, হবখালী,চন্ডিবারপুর এই তিন ইউনিয়ন নিয়ে গঠিত জেলা পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ছিলেন তিনি।এবার নির্বাচনে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে একটি ওয়ার্ড গঠিত হয়েছে।তিনি এ প্রতিবেদকে জানান,আমি জেলা পরিষদের সদস্য ছিলাম,আমি আমার সর্বচ্চ দিয়ে চেষ্টা করেছি সবার সুখে-দুঃখে পাশে থাকার জন্য এবং আমি আগামীতেও সবার সুখে-দুঃখে পাশে থাকব ইনশাআল্লাহ্। আমি আবারও জেলা পরিষদের সদস্য পদে অটোরিক্সা মার্কা নিয়ে নির্বাচিত হয়ে সকল গরিব, অসহায়দের পাশে থেকে কাধেঁ কাধঁ মিলিয়ে চলতে চাই। সকল ভোটারদের কাছে তাদের মূল্যবান ভোট চাই তাদের দোয়া ও আর্শিবাদ চায়।