নড়াইল জেলা পরিষদে নৌকার মননীত কান্ডারী হলেন এ্যাডঃবাবু সুবাশ বোস।
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের জেলা পরিষদের চেয়ারম্যান পদে পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বাবু এ্যাডঃ সুবাশ বোস।আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাচক কমিটি তকে নড়াইল জেলার চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে মনোনয়ন দেন।বাবু এ্যাডঃ সুবাশ বোস বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নড়ইল জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে বহু বছর ধরে আছেন।
তিনি নড়াইল জেলার জেলা আওয়ামীলীগের কর্ণধার ও অভিভাবক হিসাবে আছেন সফল ভাবে।তিনি একজন পরিচ্ছন্ন ও সৎ এবং সাংগঠনিক নেতা হিসেবে নড়াইল বাশির কাছে পরিচিত।ব্যক্তিগত জীবনে তিনি অনেক সাদাসিধা, নৈতিকতা,পরিচ্ছন্ন মনের স্বচ্ছ চরিত্রের মানুষ।
নড়াইলের জেলা পরিষদের প্রতিটা সদস্য তার প্রতি আস্থা রাখে ও বিশ্বাস রাখে।সামনের দিনেও তিনি জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে বজায় থাকবে বলে মাঠ জরিপে দেখা গেছে।