নড়াইল জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী দূর্নীতি দমন কমিশনের পিপি,আইনপেশার একজন প্রথম সিনিয়র অ্যাডভোকেট শামসুদ্দাহার সাহেব আজ ২৪মে-২০২৩ইং রোজ বুধবার রাত আনুমানিক ৯ঃ৩০মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন।তিনি যদিও একটু রাগানিত্ব ব্যক্তিত্ব ছিলেন তবে তার মনটা ছিলো নরম ও কমল হৃদয়ের মানুষ ছিলেন।একজন সৎ ব্যক্তিত্ব সম্পন্ন প্রকৃতির লোক ছিলেন।জীবনে অনেক স্মৃতিতে আবদ্ধতায় জড়িত আছেন নড়াইল জজ কোর্টের অ্যাডভোকেট মোঃ রাকিব হাসান।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অ্যাডভোকেট মোঃ রাকিব হাসান।মরহুমের আত্মার শান্তি কামনাসহ তার পরিবারবর্গে শোক সইবার মতন শক্তি দান করুক।আল্লাহপাক যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসীব করুক আমিন।
দুরান্ত টিভি(আইপি টেলিভিশন)এর পরিবারের পক্ষ হতে মরহুমের জন্য গভীর শোক প্রকাশ করেন সেই সাথে তার আত্মার শান্তি ও সকল গুনা মাফ করিয়া জান্নাতুল ফেরদাউস নসীব দান করুক এটাই প্রত্যাশা করেন আল্লাহর নিকট।
দুরান্ত টিভি’র-প্রধান উপদেষ্টা সম্পাদক মোঃ সাজ্জাদ আলম খান সজল,সম্পাদক ও প্রকাশক মোঃ এনামুল হক,সহ-সম্পাদক মোসাঃ সাথী বেগম,আইন বিষয়ক সম্পাদক অ্যাড.মোঃ রাকিব হাসান,নির্বাহী সম্পাদক দেব প্রসাদ দাশ,বার্তা সম্পাদক সোহানা পারভীন জনি,যুগ্ম বার্তা সম্পাদক আলী মিকু হায়দার।চীফ রিপোর্টার মোঃ উজ্জল খান।
তার মৃত্যুের সংবাদ তথ্য নিশ্চিত করে পোষ্ট করেন-অ্যাড.মোঃ রাকিব হাসান।