নড়াইল জেলা আইনজীবী সমিতি কার্যনির্বাহী পরিষদ-২০২৩ নির্বাচনে আইন ও সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী এ্যাডভোকেট মোঃ রাকিব হাসান আপনাদের দোয়া,সমর্থন,সহযোগীতা ও বিজ্ঞ আইনজীবীদের মূল্যবান ভোটের প্রত্যাশা করেছেন।এ্যাড.মোঃ রাকিব হাসান বলেন আসছে ৩১জানুয়ারী-২০২৩ইং রোজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩.৩০মিনিট পর্যন্ত ভোট গ্রহণ ১নং ভবন নড়াইল জেলা আইনজীবী সমিতি।তিনি বলেন আপনার মূল্যবান ভোট দিয়ে আইনজীবীদের মর্রযাদা,নায্য অধিকার আদায় ও সমৃদ্ধ আইনজীবী সমিতি গড়তে সহায়তা করবে বলে আশা করেন।সেই সাথে আইনজীবীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ও আইনজীবী কল্যান তহবিলের ফান্ড বৃদ্ধির লক্ষ্যে আইন ও সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী এ্যাড.রাকিব হাসান।
দুরান্ত টিভি২৪ এর পক্ষ হতে এ্যাড.মোঃ রাকিব হাসানকে অভিনন্দন ও শুভকামনা।দুরান্ত টিভি২৪ এর আইন বিষয়ক সম্পাদক এ্যাড.মোঃ রাকিব হাসানকে নির্বাচন উপলক্ষ্যে তার সু-স্বাস্হ্য ও সাফল্য কামনা করেন-দুরান্ত টিভি২৪ এর প্রধান উপদেষ্টা সম্পাদক মোঃ সাজ্জাদ আলম খান সজল,সম্পাদক ও প্রকাশক মোঃ এনামুল হক,সহ-সম্পাদক সাথী বেগম,নির্বাহী সম্পাদক দেব প্রসাদ দাশ,বার্তা সম্পাদক সোহানা পারভীন জনি,যুগ্ম বার্তা সম্পাদক আলী হায়দার মিকু।