নড়াইল জেলাপরিষদ প্রধানমন্ত্রীকে উপহার দিতে চায় যুবলীগনেতা কাজী সরোয়ার।নড়াইলে জেলা যুবলীগের প্রতিনিধি সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর নেতা কাজী সরোয়ার তার বক্তব্য বলেন নড়াইল জেলা মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে তার মনোনীত প্রার্থীকে জয়ী করতে হবে।
শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান।যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেন মোল্যা ও যুগ্ম-আহ্বায়ক গাউসুল আযম মাসুমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ-কৃষি বিষয় সম্পাদক রওশন জামিল রানা,সদস্য অ্যাডভোকেট কাজী বশির আহম্মেদ, অ্যাডভোকেট শেখ তরিকুল ইসলাম,ইমরম্নল হোসেন, সজিবুল ইসলাম,জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান,জেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন ইকবাল,শরিফুল ইসলাম নান্তু,মোস্তফা কামরম্নজ্জামান কামাল,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান প্রমূখ।
সভায় বক্তরা আগামী জেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনিত প্রার্থী নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে বিজয়ী করার জন্য যুবলীগের নেতা-কর্মিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।এসময় শেখ সদরউদ্দিন শামিমসহ জেলা সদর কালিয়া ও লোহাগড়া উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
মোবাইল ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০