নিউজ ডেস্ক রিপোর্টঃ
নড়াইলে তৈরি করা হচ্ছে দেশী অস্ত্র!নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়দিয়া ৭দিনব্যাপী লক্ষীপূজার মেলা চলছে প্রকাশ্যে বিক্রি দেশীয় অস্ত্র যেমন-রামদা,ছ্যানদা,চাপাটি,চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ভয়ানক অস্ত্রসামগ্রী,১২ইঞ্চির বেশি পরিমাপের দেশীয় অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা থাকলেও দোকানে বিক্রি করছে ১৮ইঞ্চি অস্ত্র।
এছাড়া বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র শিশুদের খেলনা মনন বিকাশে অন্তরায় ও সমাজের কু-প্রভাব পড়তে পারে বলে জানা যায় ওই এলাকার সচেতন মহলের ব্যাক্তিত্বদের নিকট।বেশি পরিমাপের দেশীয় অস্ত্র এধরনের মেলাতে বিক্রি করে আর অনৈতিক ও দুঃস্কৃতি প্রকৃতির লোক ক্রয় করে।তারপর তাদের কাজে ব্যবহৃত করে থাকে।নড়াইল জেলার বিভিন্ন গ্রামঅঞ্চলে এসমস্ত দেশীয় অস্ত্র দিয়ে গোলযোগের সৃষ্টি হয়ে থাকে।সামান্য সমস্যা হলেই হয়তো কেউ পঙ্গু, হয়তো কারোর জীবন দিতে হয়,নড়াইলবাসী প্রতিটি শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত অবগত আছে।নড়াইল জেলার বিভিন্ন উপজেলা,ইউনিয়ন বাজারে কামার ঘরে তৈরি হয় বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র।কামারদের মাধ্যমে রাতের আধারে কর্মকারদের বাড়িতে গোপনীয়ভাবে তৈরি করছে এসকল দেশীয় অস্ত্র।
এবিষয়টি প্রশাসন গোপনীয়তার সাথে তদন্ত করলে বেরিয়ে আসবে নিউজের সততা।প্রতিটি জেলার সাধারন মানুষ আতঙ্কিত আর আতঙ্কিতর থেকে রক্ষা পেতে নড়াইল জেলা প্রশাসনের প্রতি দৃষ্টি বা নজর দেওয়ার জন্য অনুরোধ করেছেন সুশীল সমাজ।
বিঃদ্রঃ-যদি কোন প্রকার রাষ্ট্রীয় বিরোধী নিউজ durantotv24.com – News Portal এ দেওয়া হয়,কর্তৃপক্ষ দায়ভার নিবে না।
প্রতিনিধিদের জন্য সতর্ককরণবানী।