1. ezequielsreyes@gmail.com : admin :
  2. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
নড়াইলে ১৪ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী অনুষ্ঠান। - দুরান্ত টিভি
December 30, 2024, 3:15 am
শিরোনাম :
নিয়ামতপুরে শিক্ষা সংস্কৃতি ও আদিবাসীদের অধিকার মুন্ডা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত সিলেট জেলা প্রেসক্লাবে খোলস পাল্টিয়ে প্যানেল গ্রুপের ছায়া তলে ঘর বাঁধার স্বপ্ন দেখছে আওয়ামী দোসররা! বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘের কাউন্সিল অধিবেশন উপলক্ষ্যে মহাসম্মেলন নিয়ামতপুরে ৮ং বাহাদুরপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত নিয়ামতপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সিটি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শহীদদের শ্রদ্ধায় বোয়ালখালীতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ টঙ্গীতে বিজয় দিবস পালন ক‌রে‌ছে বিএন‌পির নেতাকর্মীরা মৌলভীবাজারে মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে পুষ্পস্তবক নড়াইলে মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

নড়াইলে ১৪ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী অনুষ্ঠান।

মোসাঃ সাথী বেগম-নড়াইল
  • সময়: Tuesday, January 10, 2023,
  • 56 Time View

নড়াইলে সুলতান মেলার উদ্বোধন বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে,১৪ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন করা হয়েছে।আগামী ২০জানুয়ারী মেলা শেষ হবে।এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত চলমান রয়েছে,৭জানুয়ারী-২০২৩ইং রোজ শনিবার বিকালে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার আব্দুর রশিদ।এছাড়া সুলতান সংগ্রহশালা চত্বর থেকে মেলার মাঠ পর্যন্ত শোভাযাত্রা শুরু হয়।এই মেলায় বিভিন্ন পণ্যের ৯২টি স্টল রয়েছে।চিত্রপ্রদর্শনীতে শিশুশিল্পীসহ দেশী-বিদেশী দেড় শতাধিক চিত্রশিল্পী অংশগ্রহণ করেন,১৪ দিনব্যাপী মেলায় চিত্রপ্রদর্শনী, চিত্রাঙ্কন,আবৃত্তি,সুলতানের জীবনাদর্শের উপর আলোচনা,লাঠিখেলাসহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলা ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।একুশে ও স্বাধীনতা পদকসহ একাধিক সম্মাননায় ভূষিত বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন।শোকাবহ আগস্ট এবং বর্ষার প্রভাব থাকায় প্রতিবছর শীত মৌসুমে সুলতান মেলা অনুষ্ঠিত হয়।নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম,নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরাসহ আরও অনেকে।এদিকে,এস এম সুলতান ১৯৯৪ সালের ১০অক্টোবর অসুস্থ অবস্থায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন।এস এম সুলতান এর বাসভবন চত্বরে দাফন করা হয়।

এস এম সুলতান মেলা অনুষ্ঠানটির শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন-“দুরান্ত টিভি২৪ ডটকম”এর সম্পাদক ও প্রকাশক।

সম্পাদক ও প্রকাশক-মোঃ এনামুল হক

প্রধান উপদেষ্টা সম্পাদক-মোঃ সাজ্জাদ আলম খান সজল।

গতকাল ৯জানুয়ারী-২০২৩ ইং সোমবার সন্ধ্যার পর রুর‍্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)নড়াইল জেলা শাখা সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাদ আলম খান।রুর‍্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)লোহাগড়া উপজেলা শাখা সভাপতি মোঃ এনামুল হক।এস এম সুলতান মেলা অনুষ্ঠানটি পরিদর্শন করেন।প্রতি বছর সুলতান মেলা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন ধরনের সামগ্রিক  পাওয়া যায়।নড়াইল জেলাসহ আরও অন্যান্য জেলার থেকে এই মেলায় সম্মিলিত হয়ে আনন্দ উৎসব মুখরভাবে পালন করতে দেখা যায়।বিভিন্ন প্রদর্শনী দেখা যায়।সন্ধ্যার পরপরই মেলার চারিপাশে আলোক সজ্জায় সজ্জিত।অনুষ্ঠানটি শান্তি শৃঙ্খলা ও পরিবেশ ঠিক রাখার জন্য নড়াইল জেলার প্রশাসন তৎপর রয়েছে।তবে অনুষ্ঠানে ছোট বড়সহ অনেকে এই অনুষ্ঠানটি উপভোগ করে থাকে।সন্ধ্যার পর থেকে শুর হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।অংশগ্রহন করতে দেখা যায় বিভিন্ন শ্রেনীর শিল্পীবৃন্দের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x