নড়াইলে ০২জন সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ গ্রেফতার ৫জন।
সিনিয়র ক্রাইম রিপোর্টার।
নড়াইল পুলিশ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অপরাধ নিয়ন্ত্রনের লক্ষ্যে নড়াইল জেলায় Robust Policing কার্যক্রম অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় নড়াইল জেলা পুলিশ অভিযান চালিয়ে ২জন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫জন গ্রেফতার করেছে।
এর মধ্যে নড়াগাতী থানার অফিসার ইনচার্জের তত্বাবধানে অদ্য ১৬সেপ্টেম্বর-২০২২ইং রোজ শক্রবারে এস আই(নিঃ)মোঃ ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ এসসি ১৭৩/১৪,১৭৪/১৫ এবং ২১৩/১৬ মূলে সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ লাভলু শেখ(৩৮)পিতা-মৃত ওদুদ শেখ সাং ইসলামপুর,থানা নড়াগাতী,জেলা নড়াইলকে ঢাকা জেলার সাভার মডেল থানার হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে এবং লোহাগড়া থানা পু্লিশ অত্র থানার কুমড়ী এলাকায় অভিযান চালিয়ে জিআর ৪২/১১ মূলে সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ রবিউল ইসলাম,পিতাঃ আফসার ফকির,সাং কুমড়ী,থানাঃ লোহাগড়া,জেলাঃ নড়াইলকে গ্রেফতার করে।
তাছাড়া গ্রেফতারী পরোয়ানা মূলে লোহাগড়া থানা পুলিশ আরও ৩জনকে গ্রেফতার করেছে।