1. ezequielsreyes@gmail.com : admin :
  2. durantotv28@gmail.com : Deb Prosad : Deb Prosad
  3. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
নড়াইলে লক্ষী ভান্ডারের সভাপতি সম্রাট ঘোষ গিট্টুকে গ্রেফতার করেছে পুলিশ। - দুরান্ত টিভি
January 29, 2025, 10:41 am
শিরোনাম :
নওগাঁয় জাহিদুল হত্যা ঘটনায় গ্রেফতার-৩ নিয়ামতপুরে ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত  নওগাঁ মান্দায় গন শুনানী করে উপজেলা প্রশাসন ভূমি,অবৈধ উচ্ছেদ ও বৈধ প্রতিষ্ঠিত করা বগুড়ায় সেনা অভিযানে ভুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার করেছে র‍্যাব নওগাঁ পোরশায় নিহত বিএনপি নেতা মাইদুরের স্মরণে শোক সভা অনুষ্ঠিতl নওগাঁর নিয়ামতপুর গুজিশহর বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ছালেক চৌধুরী নওগাঁর নিয়ামতপুরে বরেন্দ্র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আতিকুল ইসলাম এর বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন নিয়ামতপুরে টিসিবির স্মার্ট কার্ড বিতরণে অভিনব কায়দায় টাকা আদায় নওগাঁর নিয়ামতপুরে পৌষ পার্বন উপলক্ষে ঐতিহ্যবাহী গুজিশহর প্রেমগোসাই মেলা শুরু নওগাঁর নিয়ামতপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন 

নড়াইলে লক্ষী ভান্ডারের সভাপতি সম্রাট ঘোষ গিট্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

সাজ্জাদুর রহমান সবুজ-স্টাফ রিপোর্টার
  • সময়: Thursday, September 8, 2022,
  • 304 Time View

নড়াইলে লক্ষী ভান্ডারের সভাপতি সম্রাট ঘোষ গিট্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কথিত সমিতি লক্ষী ভান্ডার এর সভাপতি সম্রাট ঘোষ (ওরফে)গিট্টুকে ৮সেপ্টেম্বর-২০২২ ইং রোজ বৃহস্পতিবারে কালিয়া থেকে স্থানীয় জনগণ আটক করে তাকে কালিয়া থানা পুলিশে হস্তান্তর করেছে।

এর আগে সম্রাট ঘোষ,ডীপ টিউবওয়েল ও নরমাল টিউবওয়েল এবং ঘর দেওয়ার কথা বলে সাধারণ জনগণের থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক অবস্থায় অবস্থান করেছিলো।দিঘলিয়া ইউনিয়ন,মল্লিকপুর ইউনিয়ন,ইতনা ইউনিয়ন,লক্ষীপাশা ইউনিয়ন,কাশিপুর ইউনিয়নসহ নড়াইল জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়নের গ্রামঞ্চল থেকে ডীপটিউবয়েল,ঘর, চাকুরিসহ বিভিন্ন প্রকারের প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে,তবে বিশেষ সূত্রে জানা যায় সম্রাটের মামা অলোক কুমার ঘোষের নিকট টাকা জমা রাখতো।তার মামা অলোক ঘোষ সাধারন একটি ঘরে বসবাস করতো বর্তমান মামা ভাগ্নে মিলেমিশে মানুষকে হয়রানীর স্বীকার করে হাতিয়ে নেয় কয়েক কোটি টাকা।তার মামার বাড়ি একই চরদিঘলিয়া গ্রামে লুটিয়া বাজারের লুটিয়া পূর্বরোড অথাৎ বাজার থেকে কিছু দুরে রাস্তার বামপাশে বিলাশবহুল বিল্ডিং করেছে যা অলোক ঘোষের দ্বারা সম্ভব নয়।সমস্ত টাকা আতসাৎ করে অলোক ঘোষ সে কারনে গিট্টু পলাতক থেকে রক্ষা পাই নাই।

সম্রাট ঘোষ গিট্টু বর্তমান নড়াইল-২আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার পিতার নাম ভাংগিয়ে বিভিন্ন লোকের নিকট হতে টাকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে।গিট্টুর কাছে থাকা গোপন মোবাইলে সীম দিয়ে কন্ঠ মোটা করে কথা বলিয়ে দেয় এমপির পিতার কথা বলে।সাধারন যদিও বুঝতে পারি নাই,পরে সংবাদ পায় আসলে এমপির পিতা গোলাম মোর্তজা স্বপনের সাথে কোন যোগাযোগ নাই।তারপর মানুষের মনে সাড়া জাগে যে তাদের সাথে প্রতারনা করা হচ্ছে।অনেকেরই নিকট থেকে চাকুরি দেওয়ার জন্য টাকা নিয়ে গোপালগঞ্জ জেলা,খুলনা জেলা,যশোর জেলা এরকমের অজানা অনেক জায়গাতে থেকে তার নিজ সু-কৌশলে টাকা নিয়েছে।যে সকল ব্যক্তিদের নিকট হতে টাকা নিয়েছে তারা গিট্টুর বাড়িতে গেলে তাকে না পেয়ে চলে আসে।

সম্রাট ঘোষ গিট্টু পিতা মৃত মনিকান্ত ঘোষ,গ্রাম-চরদিঘলিয়া,ডাকঘর-মহাজন,উপজেলা-লোহাগড়া,জেলা-নড়াইল,তার আপন মামা অলোক ঘোষ দুজন মিলে কোটি টাকা আতসাৎ করে সাধারন মানুষকে সর্বশান্ত করেছে,ভুগান্তি ব্যক্তিদের বলেন প্রতারক মামা ভাগ্নেকে আইনের আওয়াধীন এনে বিচারের দাবি করেছেন।

গিট্টুর নামে এঘটনায় একাধিক মামলা রয়েছে।

সম্রাট ঘোষ গিট্টুর বিষয় আরও অজানা তথ্য পরবর্তীতে আসছে-অপেক্ষামান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x